ঢাকা , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫ , ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

​জেনিফার গোমেজ কন্ঠ শিল্পীর ধলাচান ভাইরাল”

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৩-০১-২০২৫ ০১:০৫:৫৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৩-০১-২০২৫ ০১:০৫:৫৯ পূর্বাহ্ন
​জেনিফার গোমেজ কন্ঠ শিল্পীর ধলাচান ভাইরাল”

বিনোদন প্রতিনিধি 

ধলাচান নামে একটি চমৎকার মিউজিক ভিডিও নিয়ে আসছে সঙ্গীত শিল্পী জেনিফার গোমেজ। 
জেনিফার গোমেজ নোয়াখালীর মেয়ে তবে ২৫বছর কানাডায় জিবনযাপন করছেন, ছোটবেলা থেকেই গান শিখে আসছেন . সঙ্গীতের তালিম নিয়েছেন ওস্তাদ অতুল চন্দ্র সূত্রধর ,সাথী ব্লেক এবং সিস্টার রিটা কাছ থেকে এখনো সঙ্গীত চর্চা করেই যাচ্ছেন। এছাড়াও কানাডাতে ফ্রেন্ডস ভাষার উপরে ডিপ্লোমা ,হেয়ার ড্রেসিং, নার্সিং ,রিয়েল এস্টেট এজেন্ট,  বিজনেস ল এর উপরে ডিপ্লোমা করেছেন।

কিছুদিন আগেই ঢাকা ও ঢাকার বাহিরে দৃশ্যধারন শেষ করে মিউজিক ভিডিওর শুটিং শেষ হয়েছে। এডিটিং করেছেন টিপি দিপক, ভিডিও নির্মাতা রানা বর্তমান। রানা বর্তমান গানটি প্রসঙ্গে বলেন, আজকাল মিউজিক ভিডিও করিনা  শুধু টিভি ফিকসন, টেলিফিল্ম নির্মান করি, আমার কবিতা থেকে গানটি করা তাই ভিডিওটি করা পাশাপা‌শি সীমিত প‌রিস‌রে মিউ‌জিক ভি‌ডিও নির্মাণ করা। ত‌বে দর্শক‌দের সঙ্গী‌তের পাশাপা‌শি ভি‌ডিও দে‌খে বি‌নোদন পা‌বে ব‌লে আশা কর‌ছি। জেনিফার গোমেজ ইতিমধ্যে ছাত্রজনতার প্রথম সঙ্গীত আমার ভাইরে মারলি কেন? গান পরিবেশন করে বেশ আলোচনায়, তথাকথিত ভাইরাল। আশা করছি , ধলাচান মিউজিক ভিডিওটি ভাইরাল না হলেও বেশ একটা ভিউ দিবে সঙ্গীত শিল্পীকে। 
এ প্রসঙ্গে সঙ্গীত শিল্পী জেনিফার বলেন, ‘কোনো উপলক্ষ ছাড়াই বেশ বড় আয়োজনে তৈরি করা হয়েছে ধলাচান গানটি। নতুন বছর উপলক্ষে রানা বতর্মান ভাইয়ের আরও একটি গান ‘স্বপ্নের আমার কষ্ট বড়’ গানটি রিলিজ করার পরিকল্পনা করছি। এবার ভালোবাসা দিবসও অসাধারণ একটি রোমান্টিক গান রিলিজ করব, যার সুর করেছেন ফোক খ্যাত জনপ্রিয় কণ্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বি। এছাড়াও বৈশাখী মেলাকে মাথায় রেখে করেছি বাংলা মেলা। বাংলার মেলা গানের লিরিক্স করেছেন রিপন মাহমুুদ, সুর করেছেন দেশের জনপ্রিয় কন্ঠশিল্পী মোহাম্মদ মিলন আরও বলেন, ইতোমধ্যে সব গানের রেকর্ডিং শেষ হয়েছে। কেবল একটি গানের কণ্ঠ বাকি আছে। সঙ্গীতের টাইটেল ‘ছেড়া মন’। সব গানগুলো দেখতে পাবেন জেনিফার গোমেজ ইউটিউব চ্যানেলে।
তবে মিউজিক ভিডিওটি দেখে ভালো লাগবে বলে আশা করছি।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ