যুবদল নেতা তৌহিদুল ইসলাম হত্যার বিচার করতে হবে : নুরুল ইসলাম নয়ন
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০২-০২-২০২৫ ০১:০৬:৩৬ পূর্বাহ্ন
আপডেট সময় :
০২-০২-২০২৫ ০১:০৬:৩৬ পূর্বাহ্ন
নুরুল ইসলাম নয়ন
নিজস্ব প্রতিনিধি
কুমিল্লায় যৌথ বাহিনীর নির্যাতনে নিহত কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের অধীনস্থ সদর উপজেলার ৫ নং পাঁচথুবি ইউনিয়ন যুবদলের আহবায়ক মোহাম্মদ তৌহিদুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
যুবদল নেতা তৌহিদুল ইসলামের নামাজে জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, তৌহিদুল ইসলামদের ত্যাগ, রক্ত, অবিচল লড়াইয়ের মাধ্যমে আজকের এই বাংলাদেশ অর্জিত হয়েছে, তাদের অবদানের ফলে আজ স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারছে মানুষ, তাদের সাহসের জন্যই ফ্যাসিস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে। সেই তাদেরই রক্ত ঝরানো, সেই তাদেরকেই নির্মমভাবে হত্যা, এ কোন বর্বরতা! যুবদল নেতা তৌহিদুল ইসলামের হত্যা কোনোভাবেই মেনে নেয়া হবে না।
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ২৪'র গণ-অভ্যুত্থানের সাহসী যোদ্ধা, যুবদল নেতা আমাদের ভাই শহীদ তৌহিদুল ইসলামের হত্যাকান্ডে জড়িত যৌথ বাহিনীর সকলকে অতিদ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এসময় যুবদলের সাবেক সভাপতি ও বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী আমিনুর উর রহমান ইয়াছিনসহ কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী নামাজে জানাজায় অংশগ্রহণ করেন।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স