ঢাকা , সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১১ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পদত্যাগ করেছেন কিনা জানালেন নাহিদ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০১:০৪:২৫ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০১:০৪:২৫ পূর্বাহ্ন
পদত্যাগ করেছেন কিনা জানালেন নাহিদ নাহিদ
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখনো পদত্যাগ করেননি বলে জানিয়েছেন। তিনি বলেন, এখনো পদত্যাগ করিনি। যে খবর ছড়িয়েছে, সেটা গুজব।

এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়ে নতুন দলে যোগ দেওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।

আইডিএবির প্রথম নির্বাহী কমিটির অভিষেক ও শপথ
অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখনো পদত্যাগ করেননি বলে জানিয়েছেন। তিনি বলেন, এখনো পদত্যাগ করিনি। যে খবর ছড়িয়েছে, সেটা গুজব।

এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খবর ছড়িয়ে পড়ে নতুন দলে যোগ দেওয়ার জন্য উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম।

জানা যায়, উপদেষ্টা নাহিদ প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে তিনি চলে যান। সাক্ষাৎকালে একাধিক উপদেষ্টা ছিলেন।

তার আগে গত ১৭ ফেব্রুয়ারি নাহিদ জানিয়েছিলেন, উপদেষ্টা পদ থেকে পদত্যাগ ও নতুন রাজনৈতিক দলে যোগদানের বিষয়ে সপ্তাহের শেষ দিকে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। এরপর তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোসণা দিয়েছে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে আলোচনা রয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি নতুন এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হওয়ার কথা রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোটাবিরোধী আন্দোলনের সময় মুখপাত্রের দায়িত্ব পালন করে পরিচিত মুখ হয়ে ওঠেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র নাহিদ ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ