ঢাকা , সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫ , ১২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

মানিকনগরে রাজউকের অনুমতি বিহীন পাঁচ তলা ভবন নির্মাণ

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০১:১৬:৪২ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০১:১৬:৪২ পূর্বাহ্ন
মানিকনগরে রাজউকের অনুমতি বিহীন পাঁচ  তলা ভবন নির্মাণ আওয়ামী লীগের সভাপতি জাকির সরদার বাড়ি


শাপলা আক্তার 

মানিকনগর এলাকায় রাজুকের অনুমতি না নিয়ে  দোতালা দিয়ে রাস্তা দখল করা, নকশা বিহীন,নরমাল পাইলিং বা পাইলিং না করে একের পর এক ছাদ দিয়ে ভবন নির্মাণ করা হচ্ছে।এলাকায়  বাসিন্দাদের বসবাস করা ঝুঁকিপূর্ণ হবে, এতে ঘটতে পারে অনাকাঙ্খিত ঘটনা। এভাবে অনেক ঝুঁকিপূর্ণ বাড়ি নিয়ে রাজধানীর মানিকনগর এলাকার বিষয়ে বিভিন্ন পত্রপত্রিকায় নিউজ হওয়া সত্ত্বেও রাজউকের কর্মকর্তারা এই এলাকার বিষয়ে সর্বদা উদাসিন থেকেছেন। কোন পদক্ষেপ নিচ্ছে না যার ফলে মানিকনগর মুগদা মানিকনগর পুকুর পাড় সরদার বাড়ি  অনায়াসে নকশার বহির্ভূত ও বিকৃত ঘটিয়ে ব্যাপকভাবে বহু ভবন  নির্মাণ কাজ অব্যাহত রয়েছে।

 মানিকনগর পুকুরপাড় ৪৮/সি সরদার বাড়ি ৩ নং ইউনিটের আওয়ামী লীগের সভাপতি  জাকির সরদার বাড়ি। জাকির সহ তিন ভাইয়ের জায়গা বড় ভাই নূর হোসেন অনুমতি বিহীন পাঁচতলা বাড়ি, মেজ ভাই জাকির হোসেন অনুমতি বিহীন পাঁচতলা বাড়ি, ছোট ভাই আনোয়ার অনুমতি বিহীন তিন তালা ছাদ দিয়েছে  মুঠোফোনে জাকির হোসেন   তিনি জানান আমি কিছু পাইলিং করেছি  আমার বিল্ডিং এর কিছু হবে না। রাজউকের অনুমতি নেই  রাজউক আমাকে কিছুই করতে পারবেনা।আমি স্ট্রোকের রোগী আগে আওয়ামী লীগ করতাম ৫ ই আগস্ট এর পর আমি এখন বাসায় থাকি আমি ওমরা পালন করতে যাব। আপনার সাংবাদিকরা যা ইচ্ছা তাই করতে পারেন।৩ নং ইউনিটের আওয়ামী লীগের সভাপতি এখনো বহাল থাকার প্রসঙ্গে আসলে এড়িয়ে যান। ছাত্র-জনতা উপরে মুগাদা মেডিকেল সামনে বাসাবো ছাত্র জনতার উপরে হামলা ও হাসপাতালে ছাত্র জনতা আহত  রোগী চিকিৎসা বাধা দেওয়া  জানতে চাইলে অন্নপ্রসঙ্গ বলতে থাকে।  নকশা বিহীন ভবনের ভাড়াটিয়া বাসিন্দারা জানান আমরা দেখেছি রাজউক অনুমতি বিহীন নকশা  ছাড়াই বাড়ি নির্মাণ করছেন কিন্তু রাজউকের পক্ষ থেকে কোনো লোক বা ইঞ্জিনিয়ারকে দেখতে পায়নি। মানিকনগরে রাজউক আইন কানুন নেই বললেই চলে। জাকির সরদার আওয়ামী লীগের নেতা  কেউ কিছু বলতে সাহস পায় নাই। তিনি আশেপাশে জায়গা না রেখে বাড়ি নির্মাণ করছেন। রাস্তা না থাকা পরেও পাঁচতলা বাড়ি বানিয়ে ফেলেছে  নির্মাণকারী রাজমিস্ত্রি জানান নিয়ম অনুযায়ী চারপাশে খালি জায়গা রাখা হয়নি। এলাকার মানুষরা জানান এত বড় একটি বিল্ডিং কিভাবে রাজউকের অনুমতি বা প্লান ছাড়া  বাড়ি নির্মাণ করতে সক্ষম হয়েছে।  দোতলা দিয়ে রাস্তা অর্ধেক দখল করে বাড়ি  বানিয়েছেন। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ'র আন্তরিকতার ঘাটতির সুযোগ নিয়ে বেপরোয়া আইনের বিরুদ্ধে মেতে উঠেছেন।

**রাজউকের নজরদারিতে চরম অবহেলা
**৩ নং ইউনিটের আওয়ামী লীগের সভাপতি কেরামতি 
**৫ ই আগস্ট এর আগে ছাত্র জনতার বিরুদ্ধে মেডিকেলের সামনে লাঠি নিয়ে অবস্থান
** মুগদা থানা সাধারণ সম্পাদক বাহারের ডান হাত 

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ