সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন ও চাঁদা দাবি,চাদ না দেওয়ায় জোরপূর্বক জমি দখল
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
০৫-০৩-২০২৫ ০১:০৩:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় :
০৫-০৩-২০২৫ ০২:৩৭:৪৭ পূর্বাহ্ন
মামুন
বিশেষ প্রতিনিধি :জাহিদুল আলম
পৈত্রিক ওয়ারিশ সূত্রে জমিনে সন্ত্রাসীদের চাদা দাবি ,চাঁদা না দেওয়ায় জোর পূর্বক জমিন দখল।
রাজধানীর বংশাল থানার আওতাধীন নবাবপুর, শুভ বসাক, পিতা স্বর্গীয় তপন কুমার বসাক, বাড়ির নং - ২২১/২২২, নবাবপুর রোড, থানা বংশাল, তাদের এই সম্পত্তিটি পৈত্রিক ওয়ারিশ সূত্রে পাওয়া। তাদের দাদু শ্রী ননী গোপাল বসাক ১৯৫৩ইং সালে ২টি দলিলের মাধ্যমে জমিটি ক্রয় করেন। সেই জমিটিতে তারা তাদের সামনে ২টি দোকান ও পিছনের খালি জায়গায় বিল্ডিং নির্মাণের জন্য ডেভেলপার মাধ্যমে কনস্ট্রাকশন কাজ আরম্ভ করিলে গত ২৯/০৯/২০২৩ইং তারিখে ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মান্নাফির ছেলে গৌরব ও ৩৪ নং ওয়ার্ডের কাউন্সিলর মামুন। তাদের নিকট থেকে ৫ কোটি টাকা চাদা দাবি করণে, উক্ত টাকা দিতে তারা অস্বীকার করিলে। পরবর্তীতে তারা এই জমিটি দখল করার চেষ্টা করলে বংশাল থানা ও এলাকাবাসীর সহযোগীতার মাধ্যমে তাদের জমিটি রক্ষা করে, এই নিয়ে বংশাল থানায় ০১/১০/২০২৩ইং তারিখে একটি সাধারণ ডাইরী করে (যাহার ডাইরী নং- ২৬)। পরবর্তীতে ৫ ই আগাষ্ঠের পর সন্ত্রাসী মামুন, সৈকত, আবেদ, সেলিম, খোকা, মনু, আজহারুল হক খান ও আবির ওই বাড়ি কেয়ারটেকার সাদ্দাম হোসেন ও বাড়ীতে থাকা ২জন ভাড়াটিয়া মোঃ আব্দুর রশিদ ও রুবেল মিয়া-কে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করে বাড়ী থেকে বের করে দেয় এবং ঘরে থাকা সকল মালামান লুটপাট করে নিয়ে যায়। উক্ত মামুন গং এলাকার চিহ্নিত দূর্ধর্ষ সন্ত্রাসী, চাঁদাবাজ, অন্যের ভূমি দখলকারী, মাদক কারবারী এই জমিতে অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এ বিষয় বংশাল থানায় গিয়ে কোন প্রতিকার না পেয়ে কোর্টের স্বরণাপন্ন হয়ে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে, মামলা নং-১৯৩৪/২৪, মহামান্য ম্যাজিস্ট্রেট তা পিবিআই-কে তদন্ত করার জন্য নির্দেশ প্রদান করে। বর্তমানে উক্ত মামলাটি তদন্তনাধীন রয়েছে। উক্ত জমিন উপরে সম্পত্তিটিতে বাড়ী নির্মাণ কাজের জন্য তাদের প্রায় ৫০-৭০ লক্ষ টাকার রড, সিমেন্টসহ বিভিন্না মেশিনারীজ মালামাল রাখা ছিল, যা তারা জায়গাটি দখল করার পর অন্যত্রে বিক্রি করে দেয়। শুভ বসাক বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে কারণ তাদের এই পৈত্রিক সম্পত্তি ছাড়া আর কোন জায়গা-জমি/ভিটা-বাড়ী নাই। মামুন গংদের কারণে বর্তমানে শুভ বসাক তাদের জানের নিরাপত্তাহীনতায় ভুগছি।ভুক্তভোগী শুভ বসাক সাংবাদিক ভাইদের কাছে বিষয়গুলো তুলে ধরা্ হল বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ প্রসাসন এর নিকট তিনি ও তাদের ভাইয়ের জীবনের নিরাপত্তার জন্য সাহায্যের জন্য আবেদন জানাচ্ছে। সেই সাথে উক্ত সন্ত্রাসীদের হাত থেকে দখলকৃত আমাদের পৈত্রিক সম্পত্তিটি দখলমুক্ত করে আমাদের নিকট ফিরিয়ে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে শুভ বসাক
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স