ঢাকা , রবিবার, ২০ এপ্রিল ২০২৫ , ৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

পটুয়াখালী ডিসি অফিসের (ভূমি অধিকরণ শাখার) সাবেক সার্ভেয়ার মোশারফের দুর্নীতি

সার্ভেয়ার মোশারফ যেনো দুর্নীতির মাস্টারমাইন্ড।

স্টাফ রিপোর্টার
আপলোড সময় : ১৯-০৪-২০২৫ ১২:৩৭:৩০ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৯-০৪-২০২৫ ১২:৩৭:৩০ পূর্বাহ্ন
সার্ভেয়ার মোশারফ যেনো দুর্নীতির মাস্টারমাইন্ড। মোশারফ
সার্ভেয়ার মোশারফ যেনো দুর্নীতির মাস্টারমাইন্ড। 

স্টাফ রিপোর্টারঃ
পটুয়াখালী ডিসি অফিসের (ভূমি অধিকরণ শাখার) সাবেক সার্ভেয়ার মোশারফের দুর্নীতি, ঘুষ-বানিজ্য সহ নানাবিধ  অপকর্মের অভিযোগ পাওয়া গিয়েছে।জানা যায় বিগত ২০ বছর বা তার অধিক সময় ধরে সার্ভেয়ার মোশারফ বিভিন্ন ডিসি/ভূমি  অফিসে ভূমি অধিকরণ শাখায় কাজ করে আসছে,সর্বশেষ পটুয়াখালী ডিসি অফিসে ভূমি অধিকরণ শাখার সার্ভেয়ার পদে কর্মরত ছিলেন, তার বিরুদ্ধে  দুর্নীতি, ঘুষ বাণিজ্য ও অনিয়ম এর মাধ্যমে টাকা আত্মসাৎ অভিযোগে বেশ কয়েকটি জাতীয় দৈনিকে নিউজ প্রকাশিত হওয়ার ফলে তাকে পটুয়াখালী থেকে কলাপাড়া ভূমি অফিসে বদলি করা হয় কিন্তু কিছুতেই যেন থামানো যাচ্ছে না মোশারফ এর দুর্নীতি ও ঘুষ বাণিজ্য বর্তমানে তিনি কলাপাড়া ভূমি অফিসে কর্মরত থাকলেও সপ্তাহে দুই দিন তিনি পটুয়াখালীতে তার অসমাপ্ত কাজ চালিয়ে যাচ্ছেন এবং দৈনিক লক্ষ লক্ষ টাকা দুর্নীতি এবং ঘুষের  মাধ্যমে হাতিয়ে নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক পটুয়াখালী ডিসি অফিসের অন্য আরেকজন সার্ভেয়ার বলেন মোশারফ দীর্ঘদিন ধরে পটুয়াখালী ডিসি অফিসের ভূমি অধিকরণ শাখায় সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন হঠাৎ বদলি হওয়ার কারণে তার অনেক কাজ অসম্পূর্ণ থেকে যায় যার ফলে বদলি হওয়ার পরেও এখানে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারীদের সাথে মিলে তিনি তার কাজ অব্যাহত রেখেছেন এবং এর মাধ্যমে তিনি লক্ষ লক্ষ টাকা ঘুস বাণিজ্য করছেন, নাম প্রকাশে অনিচ্ছুক আরও একজন বলেন, মোশারফ পটুয়াখালী ডিসি অফিসে ভূমি অধিকরণ শাখার দুর্নীতির মাস্টারমাইন্ড তাকে এখান থেকে বদলি করা হলেও সে নির্বিঘ্নে কাজ চালিয়ে যাচ্ছেন।কয়েকটি জাতীয় দৈনিক এবং স্বনামধন্য অনলাইনে তার নামে যে নিউজ  প্রকাশিত হয়েছে তার থেকে অংশ বিশেষ তুলে ধরা হলো,পটুয়াখালী ডিসি অফিসের সার্ভেয়ার মোশারফ ও তার দুই বউ এর নামে অবৈধ সম্পদের সন্ধান।
অভিযোগ রয়েছে পটুয়াখালী ডিসি অফিসের ভূমি অধিকরণ শাখা (এল/এ) সার্ভেয়ার মোশারফ নিজের এবং মোশারফ ও তার  দুই বউ এর নামে বেনামে জ্ঞাত বহিভূত সম্পদ সম্পত্তির অর্জনের  অভিযোগ পাওয়া গেছে, প্রাথমিক অনুসন্ধান শেষে জানা যায় তিনি দীর্ঘ ২০ বছরের উপরে বিভিন্ন ডিসি অফিসে সর্বশেষ পটুয়াখালী ডিসি অফিসে কর্মরত আছেন। গোপন সূত্রে জানা যায় তার দুই বউ, শশুর ছাড়াও নামে বেনামে কয়েক কোটি টাকার সম্পদের রয়েছে, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সরকারি খাস জমি আত্মসাৎ করে বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং এই  টাকা দিয়ে নিজের দুই বউয়ের সহো নামে বেনামে বরিশালে এবং পটুয়াখালীতে কয়েক কোটি টাকার সম্পদ ক্রয় করেছেন। জানা যায় মোশারফ তার দুই বউয়ের সাথে আলিশান জীবনযাপন করে থাকেন, গোপন সূত্রে আরো জানা যায় বর্তমানেও মোশারফ তার সহযোগীদের মাধ্যমে ঘুষ  বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
উপরে উক্ত প্রকাশিত নিউজের কিছু অংশ তুলে ধরা হলো যা জাতীয় দৈনিক আমাদের মাতৃভূমি, জাতীয় দৈনিক কালের ছবি স্বনামধন্য অনলাইন ভয়েস মেইল ও স্কাই নিউজ পত্রিকায় প্রকাশিত হয়।মোশারফ খুবই চালাক এবং ধুরন্ধর প্রকৃতির মানুষ এই বিষয়ে কেউ তার বক্তব্য/সাক্ষাৎকার নিতে চাইলে তিনি টাকা এবং পেশি শক্তির মাধ্যমে ম্যানেজ করে নিতেন এবং নিজেকে সৎ বলে দাবি করতেন।  বর্তমানে তার দুর্নীতির সকল ফিরিস্তি  নিয়ে চ্যানেল এস এর অনুসন্ধানী ডেক্স 'কার কথা কে শোনে'তে ১৫ মিনিটের একটি অনুসন্ধানী প্রতিবেদন করা হয়েছে খুব শিগ্রই এটা দেশ ও জাতির সামনে উপস্থাপন করা হবে। এ ব্যাপারে মোশারফকে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।পটুয়াখালী ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরিফিন কাছে জানতে চাইলে তিনি বলেন, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়ায় তাৎক্ষণিক রোজার ঈদের আগে  তাকে কলাপাড়ায় বদলি করা হয়েছে।সর্বশেষ কলাপাড়ার সহকারি কমিশনার (ভূমি) 
ইয়াসীন সাদেকের মুঠো ফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

নিউজটি আপডেট করেছেন : News Upload

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ