আটঘরিয়ায় দেবোত্তর ডিগ্রি কলেজের কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ
আটঘরিয়ায় দেবোত্তর ডিগ্রি কলেজের কমিটি নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ
স্টাফ রিপোর্টার
আপলোড সময় :
১৭-০৫-২০২৫ ০৩:১৫:২৮ অপরাহ্ন
আপডেট সময় :
১৭-০৫-২০২৫ ০৩:১৫:২৮ অপরাহ্ন
দেবোত্তর ডিগ্রি কলেজের কমিটি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা জামায়াতের আমীর -মাওলানা নকিবুল্লাহ সহ জামায়াতের একটি প্রতিনিধি দল ফরম তুলতে যায় এর একপর্যায়ে বিএনপির একটি সন্ত্রাসী বাহিনী জামায়াতকে ফরম তুলতে না দিয়ে সন্ত্রাসী কায়দায় আটঘরিয়া পৌর জামায়াতের আমীর -মামুনুর রহমান লিটনকে মারধর করে এবং উপজেলা জামায়াতের নেতৃবৃন্দকে হেনস্থা করে। এরপর দেবোত্তর বাজার মসজিদে আছরের নামাজ শেষ না হতেই বিএনপির সন্ত্রাসী বাহিনী মোটরবাইক যোগে এসে বোমা মেরে বিস্ফোরণ ঘটায়। এতে মসজিদের সাধারণ মুসল্লিরা সহ বিভিন্ন অঙ্গসংগঠনের মানুষ তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে মিছিল বের করে।
এতে সন্ত্রাসীদের হামলায় মারাত্মকভাবে অহত হয় চাঁদভা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী -সাইদুল ইসলাম মোল্লা ও আটঘরিয়া পৌর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারী সহ আরো অনেকে। জামায়াতে ইসলামী সন্ত্রাসী হামলার স্বীকার হয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানায়।
নিউজটি আপডেট করেছেন : News Upload
কমেন্ট বক্স