পুলিশের নামে টাকা আদায়, থানার ‘ক্যাশিয়ার’কে গণপিটুনি

পুলিশের নামে টাকা আদায়, থানার ‘ক্যাশিয়ার’কে গণপিটুনি

আপলোড সময় : ০১-১০-২০২৪ ১২:৫৭:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ০১-১০-২০২৪ ১২:৫৭:৪৫ পূর্বাহ্ন
চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানার কথিত ক্যাশিয়ার মো. শাহাজান ওরফে আকাশকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা।

রোববার রাতে কুঞ্জুছায়া আবাসিক এলাকায় ওই ঘটনা ঘটে। গুরুতর আহত আকাশ এলাকায় পুলিশের সোর্স হিসাবেও পরিচিত। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আকাশ দীর্ঘদিন ধরে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় মাদক, জুয়া, অবৈধ তেল বিক্রেতা, অবৈধ গ্রাম সিএনজি অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের জন্য পুলিশের নামে টাকা আদায় করে আসছিলেন। তিনি নিজেও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে। অবৈধ স্পট থেকে টাকা না দিলেই আকাশ থানা পুলিশের মাধ্যমে অভিযান চালাতেন।

এছাড়া বিভিন্ন সময় সাধারণ মানুষকেও ফাঁসানোর অভিযোগও রয়েছে পুলিশের সোর্স খ্যাত আকাশের বিরুদ্ধে। এ নিয়ে ভুক্তভোগীদের একাধিক মামলা রয়েছে। গণঅভ্যুত্থানের পর বেশ কিছু দিন তিনি গাঢাকা দিয়েছিলেন।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com