বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ হারে আরও পেছাল বাংলাদেশ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ হারে আরও পেছাল বাংলাদেশ

আপলোড সময় : ০২-১০-২০২৪ ০১:০৪:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-১০-২০২৪ ০১:০৪:৩৬ পূর্বাহ্ন
ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই টেস্টের সিরিজটি ছিল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। তাই এই সিরিজে ভরাডুবির ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে অবনতি হয়েছে বাংলাদেশের।

দুই টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পর এখন টেবিলের সাত নম্বরে নেমে গেছে নাজমুল হোসেন শান্তর দল। অথচ পাকিস্তানের মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ের পর চতুর্থ স্থানে উঠে গিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।

কিন্তু ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টে হারের পরই ছয়ে নেমে যায় বাংলাদেশ। আর কানপুর টেস্টে হারের পর আরও এক ধাপ পিছিয়ে সাতে নেমে যেতে হলো।

চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে আট ম্যাচের মধ্যে তিনটি জিতে বাংলাদেশের পয়েন্টের শতাংশ ৩৪.৩৮। এদিকে বাংলাদেশকে সিরিজ হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রইল ভারত। তাদের পয়েন্টের শতাংশ ৭৪.২৪।

দুই নম্বরে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্টের শতাংশ ৬২.৫০। ৫৫.৫৬ পয়েন্ট হার নিয়ে তিন নম্বরে শ্রীলঙ্কা। এর ফলে এক বা দুই নম্বরে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনেকটাই নিশ্চিত ভারতের।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com