বন্যার্তদের জন্য ফ্রি টেলিমেডিসিন সেবা নিয়ে টেলিডাক্তার

আপলোড সময় : ১৯-১০-২০২৪ ১১:৫৮:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-১০-২০২৪ ১১:৫৮:২৬ অপরাহ্ন
দেশের চলমান বন্যা পরিস্থিতিতে বিপদে পড়েছেন অনেক মানুষ। বেড়েছে পানিবাহিত রোগ সংক্রমণের সম্ভাবনা। এ ধরনের পরিস্থিতিতে ডাক্তারের পরামর্শ সেবাও হয়ে পড়ে অপ্রতুল। তাই দেশের এই ক্রান্তিকালীন সময়ে বন্যার্তদের জন্য বিনামূল্যে টেলিমেডিসিন সেবা নিয়ে এলো ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানকারী প্ল্যাটফর্ম ‘টেলিডাক্তার’।

মোবাইল ফোনে ০৯৬১০ ৯৯৯ ৭৭৭ নম্বরে কল দিয়ে অথবা টেলিডাক্তার অ্যাপ থেকে দিনরাত ২৪ ঘণ্টা যে কোনো সময়ে ডাক্তারের সাথে কথা বলা যাবে। ভিডিও কলে কথা বলা যাবে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত।

এদিকে চলমান বন্যায় এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের আট জেলার ২৯ লাখ মানুষ এবং মৃত্যু হয়েছে দুজনের। বৃহস্পতিবার (২২ আগস্ট) সচিবালয়ে চলমান বন্যা নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা এ তথ্য জানান।

তিনি বলেন, ফেনী, বন্যাকবলিত হয়েছে কুমিল্লা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা। আট জেলায় পানিবন্দি হয়ে পড়েছে মোট ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার।

পানিবন্দি ও ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে খোলা হয়েছে মোট এক হাজার ৫৩৪টি আশ্রয় কেন্দ্র এবং মোট ৭৫ হাজার ৬৬৮ জন লোক এবং ৭ হাজার ৪৫৯টি গবাদিপশুকে আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় দেওয়া হয়েছে বলেও জানান অতিরিক্ত সচিব। তিনি বলেন, পানি বাড়ছে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর।

আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দেশের উত্তর, পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ২৪ ঘণ্টায় ভারি বৃষ্টির প্রবণতা কমে আসতে পারে। এ সময় উত্তর-পূর্বাঞ্চলের মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু, ধলাই, খোয়াই নদী সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তী সময়ে উন্নতি হতে পারে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com