দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন উত্তরণ পাবনা গত ০৭ নভেম্বর, অল ইন ওয়ান আয়োজিত ৩য় উদ্যোক্তা মেলা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর স্বাধীনতা চত্বরে সন্ধ্যা ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে উক্ত আয়োজনে একক কবিতা আবৃত্তি, যৌথ কবিতা আবৃত্তি, শিশুদের দেশাত্মবোধক,নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের গানের সাথে নৃত্য ও কণ্ঠশিল্পীদের কণ্ঠে গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠানে উত্তরণ পাবনার প্রতিষ্ঠাতা সভাপতি কবি গীতিকার ও বাচিকশিল্পী আলমগীর কবীর হৃদয় এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিক্ষাবিদ প্রফেসর আব্দুদ দাইন সরকার,কবিতা আবৃত্তি করেন কবি ও বাচিকশিল্পী মন্জ্ঞুরুল ইসলাম, কবি ও বাচিকশিল্পী সাইফুল কামাল, বাচিকশিল্পী শরিফুল ইসলাম তপন,উত্তরণ পাবনার সাহিত্য সম্পাদক কবি ও কণ্ঠশিল্পী নীলিমা নীল,সহ সাহিত্য সম্পাদক সৈয়দা সোনিয়া খাতুন, প্রচার সম্পাদক কবি ও নৃত্য শিল্পী মিম ফয়সাল, উত্তরণ পাবনার সদস্য সিরাজ মাহমুদ,কবি মোহাম্মদ বেলাল হোসেন।গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী রজনী আক্তার,নীলিমা নীল,নমিতা রায়,সজল প্রমুখ। পুরো সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত সকলের প্রশংসা কুড়ায়।