কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসাবে আজ বিকালে চট্টগ্রামের কয়েকটি স্হানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর গণজমায়েত ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরাজিত শক্তির দোসরদের আন্দোলন করতে আজ মাঠে নামার ঘোষণা দেওয়া হয়েছিল গতকাল। এই ঘোষণা সোশ্যাল মিডিয়াতে প্রচার হওয়ার পর আজ সারাদিন চট্টগ্রামের বিভিন্ন পয়েন্ট বিএনপি জামাতও সমমনা দলের নেতাকর্মীর সজাগ অবস্হানে থেকে মিছিল সমাবেশ করেছেন চট্টগ্রামের গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে। এদিকে আবার এখনই ইস্যুতে চট্টগ্রামের ষোলশহর ২নং গেইট ও চট্টগ্রামে সবচেয়ে জনবহুল ও ব্যবসায়ী গুরুত্বপূর্ণ জায়গা নিউমার্কেট চত্বরে বিকাল ০৪ টায় চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক বিশাল গণজমায়েত অনুষ্ঠিত হয়।
উক্ত গণজমায়েতে চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাও সমন্বয়করা বক্তব্য রাখেন।বক্তারা যে কোন মূল্যে পরাজিত শক্তির দোষরদের প্রতিহত করার ঘোষণা দেন।
উক্ত গণজমায়েতে চট্টগ্রাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাও সমন্বয়করা বক্তব্য রাখেন।বক্তারা যে কোন মূল্যে পরাজিত শক্তির দোষরদের প্রতিহত করার ঘোষণা দেন।