পাবনার চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালপুর ঘাটে বড়াল নদের উপর পোনে তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজ উদ্বোধনের বছর না যেতেই দুই পাশের সংযোগ সড়ক ধ্বসে গেছে।
সরেজমিনে দেখা যায়, চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালপুর ঘাটে বড়াল নদের উপর ৯ হাজার মিটার চেইনেজে ৬০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ২শত ২ টাকা ব্যয়ে নির্মাণ করে।
গত বছরে ২৭ ফেব্রুয়ারি সাবেক ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি ব্রিজটি উদ্বোধন করেন। ব্রীজ নির্মাণের এক বছরের মাথায় সংযোগ সড়ক ধ্বসে যোগাযোগের বিঘ্ন ঘটছে। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার ঘটার সম্ভাবনা রয়েছে।
সাবেক ইউপি সদস্য বাবলুর রহমান বাবলু বলেন, ব্রিজ সাথে সংযোগ সড়কের প্রায় তিন কোটি টাকা বরাদ্দ হলেও কাজের কাজ কিছুই করে নাই । আওয়ামী লীগের সাবেক এমপি মো. মকবুল হোসেন ও টিকাদার লাখ লাখ টাকা লুটপাট করে খেয়েছে। তা না হলে এমন অবস্থার সৃষ্টি হতো না।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, আলগা বালি-মাটির উপর ইটা বিছিয়ে সংযোগ সড়কটি নির্মাণ করা হয়েছে। বর্ষে মৌসুমে সামান্য বৃষ্টির পানিতে একাধিক স্থানে ধসে গেছে। ভারী পরিবহন চলাচল করতে পারে না। স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃপক্ষ কাজের মান পরীক্ষা করলেই অর্থ লুটের বিষয়টি বেরিয়ে আসবে। সেই সঙ্গে সড়ক সচলের উদ্যোগ করবেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চাটমোহর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ বলছেন, ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক ধসে গেছে।বিষয়টি আমরা অবগত।আশা করি দ্রুত সময়ের মধ্যে ব্রিজ এর দুপাশের সড়ক সংস্কার কাজ হবে।
আব্দুল্লাহ আল মোমিন
ব্যুরোচিপ রাজশাহী
সরেজমিনে দেখা যায়, চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালপুর ঘাটে বড়াল নদের উপর ৯ হাজার মিটার চেইনেজে ৬০ মিটার দীর্ঘ আরসিসি গার্ডার ব্রিজটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ২শত ২ টাকা ব্যয়ে নির্মাণ করে।
গত বছরে ২৭ ফেব্রুয়ারি সাবেক ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. মকবুল হোসেন এমপি ব্রিজটি উদ্বোধন করেন। ব্রীজ নির্মাণের এক বছরের মাথায় সংযোগ সড়ক ধ্বসে যোগাযোগের বিঘ্ন ঘটছে। যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনার ঘটার সম্ভাবনা রয়েছে।
সাবেক ইউপি সদস্য বাবলুর রহমান বাবলু বলেন, ব্রিজ সাথে সংযোগ সড়কের প্রায় তিন কোটি টাকা বরাদ্দ হলেও কাজের কাজ কিছুই করে নাই । আওয়ামী লীগের সাবেক এমপি মো. মকবুল হোসেন ও টিকাদার লাখ লাখ টাকা লুটপাট করে খেয়েছে। তা না হলে এমন অবস্থার সৃষ্টি হতো না।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, আলগা বালি-মাটির উপর ইটা বিছিয়ে সংযোগ সড়কটি নির্মাণ করা হয়েছে। বর্ষে মৌসুমে সামান্য বৃষ্টির পানিতে একাধিক স্থানে ধসে গেছে। ভারী পরিবহন চলাচল করতে পারে না। স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃপক্ষ কাজের মান পরীক্ষা করলেই অর্থ লুটের বিষয়টি বেরিয়ে আসবে। সেই সঙ্গে সড়ক সচলের উদ্যোগ করবেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) চাটমোহর উপজেলা প্রকৌশলী সুলতান মাহমুদ বলছেন, ব্রিজের দুই পাশের সংযোগ সড়ক ধসে গেছে।বিষয়টি আমরা অবগত।আশা করি দ্রুত সময়ের মধ্যে ব্রিজ এর দুপাশের সড়ক সংস্কার কাজ হবে।
আব্দুল্লাহ আল মোমিন
ব্যুরোচিপ রাজশাহী