কিশোগঞ্জ সদরে টিনপট্রি, মরিয়ম প্লাজার ৩য় তলায়

গ্রাহকের ১৭ কোটি টাকা হাতিয়ে নেয় আল হেরা মাল্টিপারপাস ❞

আপলোড সময় : ২৫-১১-২০২৪ ০৯:৪৭:১৫ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-১১-২০২৪ ০৯:৪৭:১৫ অপরাহ্ন
কিশোগঞ্জ সদরে টিনপট্রি,  মরিয়ম প্লাজার ৩য় তলায় অবস্থিত আলহেরা মাল্টিপারপাস কো-অপারেটিব সোসাইটি লি: এর ব্যবস্থাপক পরিচালক শেখ কাওসার আহমেদসহ ১১ জনের বিরুদ্ধে গত ৪/১১/২৪ ইং তারিখে মামলা দায়ের হয়। অভিযুক্তরা গত ৩/১/১৫ সাল  থেকে ১০/৮/২৪ ইং তারিখ পরযন্ত ৩৬ হাজার গ্রাহকের মোট ১৭ কোটি টাকা আত্বসাত করে। মোছা: সুবর্না আক্তার বাদি হয়ে গত ৪/১১/২৪ ইং তারিখ মামলা দায়ের করিলে মাননীয় জুডিসিয়াল ম্যজিস্ট্রেট আদালত নং ১ মামলা আমলে নিয়ে এফ.আই.আর এর নির্দেশ দিলে কিশোরগঞ্জ মডেল থানা ব্যবস্তাপক পরিচালক সহ একজনকে গ্রেফতার করে। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন আছে।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com