চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজধানী ঢাকা মিরপুরে শহীদ পরিবারের স্বজনদের সাথে দেখা করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল। ফরহাদ হোসেন বুধবার (২৭ নভেম্বর ২০২৪ ইং) সকালে রাজধানীর মিরপুর-২, ১/গ বড়বাগ, (আজমত গার্মেন্টসের সামনের গলি) এলাকায় নিহত তিন শহীদ পরিবারের মাঝে নগদ সহায়তা এবং আহত এক আন্দোলনকারীর চিকিৎসার জন্য আর্থিক সাহায্য প্রদান করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে নিহত এবং আহতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সংগঠনটি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সহায়তা প্রাপ্ত শহীদ পরিবারের তালিকা: ১. মো. মহিউদ্দিন – নিহত (৪ আগস্ট, মিরপুর থানার সামনে)।২. সাজ্জাদ হোসেন – নিহত (১৯ জুলাই, মিরপুর ১০-এ পুলিশের গুলিতে)।৩. আব্দুল্লাহ কবির – যুবদল নেতা, নিহত (৪ আগস্ট, মিরপুর ১০-এ)। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত মো. রাফির চিকিৎসায় সহায়তা প্রদান করা হয় এ সময় আরো উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদত হোসেন প্রমুখ। এছাড়া আরও উপস্থিত ছিলেন— ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম-আহবায়ক ফেরদৌসী আহমেদ মিষ্টি, জাতীয়তাবাদী যুবদল নেতা জগলুল পাশা পাভেল, জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাবিবুল বাশার, ছাত্রদল নেতা শারিফুল, মোহান, সেতু, মিসবাহসহ স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, বিগত সরকারের আমলে শেখ হাসিনার সরকার জনগণের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তারা গণতান্ত্রিক আন্দোলন দমন করতে গুলি চালিয়ে মানুষ হত্যা করেছে। কিন্তু দেশের মানুষ এসব ষড়যন্ত্র রুখে দিয়েছে এবং গণতন্ত্র পুনরুদ্ধার করেছে। তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পরিবার সবসময় আন্দোলনের শহীদ ও আহতদের পাশে থাকবে। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।