নিজস্ব প্রতিবেদক।
আবু মুসা রাকিব পিতা মোঃ আবুল কালাম চাঁদপুরের হলেও বেপরোয়া ভাবে কেন্দ্রকে ম্যানেজ করে সুযোগের আশায় বিভিন্নভাবে আন্দোলনের সহায়তা করেছেন।
দেশ থেকে ঢাকা উত্তর ছাত্রলীগের সদস্য হয়ে কোটি টাকা আত্মশট করে চলে যান প্রবাস জীবন দুবাইতে ব্যবসা ও চাকরির সুবাদে থাকলেও বাংলাদেশ থেকে অনেক নেতা কর্মীদেরদেরকে বিভিন্নভাবে মনোরঞ্জনসহ দুবাইয়ের মাটিতে অনেক সুবিধা পাইয়ে দেওয়া আবু মুসা রাকিব। আন্ডারওয়ার্ল্ড থেকে শুরু করে মাফিয়া অনেকের সাথেই সখ্যতা গড়ে তোলার অনেকটাই বেপরোয়া জীবনযাপন করেন আবুল কালাম আজাদের ছেলে আবু মুসা রাকিব।
জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার বিরুদ্ধে ঢাল হয়ে দাঁড়ানো বিভিন্ন বস্তি থেকে টাকার বিনিময়ে ভাড়া করত বেপরোয়া কিশোর ও যুবকদেরকে। ভাড়া করা বেপরোয়া এই কিশোর ও যুবকরা ছাত্র আন্দোলন প্রতিহত করতে দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে প্রতিহত করার জন্য ছাত্র আন্দোলনের বিপক্ষে দাঁড়ায়। জ্বালাও পোড়াও হত্যা এ ধরনের রাষ্ট্রবিরোধী ভয়ানক কর্মকান্ডে অর্থদাতা হিসেবে কাজ করেন।বিনিময় কেন্দ্রীয় নেতাদের আস্থাভাজন হওয়ার জন্য দৃষ্টিতে আসার লক্ষ্যে এ ধরনের সুযোগ কাজে লাগান। ছাত্র আন্দোলনের রোশনালে পড়ে সরকার পতন হলে আত্মগোপনে চলে যান এই আবু মুসা রাকিব। বর্তমানে মিরপুর,কাফরুল,বাড্ডা,যাত্রাবাড়ী, সূত্রাপুর,গেন্ডারিয়া,তেজগাঁও,শেরেবাংলা নগর, ও তার নিজ এলাকা চাঁদপুর সহ ঢাকা ঢাকার বাহিরে বিভিন্ন থানায় অভিযোগ,জিডি,মামলা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়।
নজিরবিহীন এক ছাত্র আন্দোলনের মুখে পড়ে ভেঙ্গে পড়ল শেখ হাসিনার সরকার। নতুন করে ইতিহাস রচনা করলো বাংলাদেশের সাধারণ ছাত্র সমাজ। ছাত্র আন্দোলন থেকে গণ আন্দোলনে রূপ নেওয়া এই বিক্ষোভ থেকেই জন্ম নিলো ২০২৪ এর বিপ্লব।
বাংলাদেশে গণ-আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর হামলার ভয়ে দেশের বেশিরভাগ এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছিলেন।
দেড় মাসেরও বেশি সময় পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় তাদের কেউ কেউ এখন নিজ এলাকায় ফিরতে শুরু করেছেন। তারি ধারাবাহিকতায় আবু মুসা রাকিব দের মত ভয়ংকর কিলিং মিশনের মদত দাতা সবাইকে ম্যানেজ করে আবারো যেন সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এতগুলো হত্যা মামলার দায়ভার আবু মুসা রাকিবদের মতন ব্যক্তিরা আসলে কি ধরাছোঁয়ার বাইরে থেকে যাবে?
বাকি অংশ থাকছে দ্বিতীয় পর্বে।