​জাহাঙ্গীরের কথায় আওয়ামী লীগ বিএনপিতে

আপলোড সময় : ১৮-০২-২০২৫ ০১:১১:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৮-০২-২০২৫ ০১:১১:৩৬ পূর্বাহ্ন


গাজীপুর মহানগরের সাবেক মেয়রের জাহাঙ্গীর এর অডিও বার্তার প্রতিফলন ঘটাতে ঘনিষ্ঠজনদেরকে বিএনপিতে কার্যক্রম চালাচ্ছে এমনটাই দেখা যাচ্ছে গাজীপুর জেলার চিত্র  হাইব্রিড নেতাদের দাপট, বিগত দিনের আন্দোলনে কোথাও না থাকলে এখন হয়েছেন সবচেয়ে কট্টর নেতা। তারাই এখন বড় নেতা সেজেছেন। তারাই নিয়ন্ত্রণ করছেন বড় বড় প্রতিষ্ঠানের ঠিকাদার, সরবরাহকারীর কার্যক্রম। কাকে কোন পদে বসাবেন, কাকে সরাবেন তাও তারা নিয়ন্ত্রণ করছেন। সেখানে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে এলাকা ছাড়ার ঘটনাও ঘটছে। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় যে কার্যক্রম চলমান ছিল তার একই ধারা অব্যাহত রাখতে জাহাঙ্গীর বাহিনী বিএনপিতে মিশে গেছে।  স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের দেশ পালানোর আগে যাদের মুখ্য চরিত্রে দেখা গেছে , এমনকি ৫ ই আগস্টের ছাত্র আন্দোলনে অর্থ যোগান দাতাদের প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে স্বররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত ডেভিড হান্ড অপারেশন এদের ধরাছোঁয়ার বাইরে। 

জেলা  নেতাদের হাত ধরে তাদের চলাফেরা করতে দেখা যায়, এমনকি বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনা ঘনিষ্ঠ ব্যক্তি সালমান এফ রহমান ফ্যাক্টরি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল তাদের হাতেই পরিচালিত ছিল। 
আজও আছে তার ধারাবাহিকতায় শুধু মাঝে শ্রমিক অসন্তোষ সৃষ্টি করে হামলা চালিয়েছে  কলকারখানায় উল্লেখযোগ্য উদ্দেশ্য ছিল গ্রামীণ গার্মেন্টস ধীরে ধীরে গাজীপুরের জেলার ডেভিল্ড হান্ট অপারেশন দুর্বল হয়ে পড়ছে শুধু মিশে যাওয়া আওয়ামী লীগ দোসরা বিএনপিতে ঠাঁই পেয়ে, যা নিয়ে অসন্তোষ সৃষ্টি হচ্ছে  তেগী নেতাদের ভিতরে ।


কাশিমপুর থানা ২ নং ওয়ার্ডের মোঃ সাইফুল ইসলাম,সাবেক মেয়র জাহাঙ্গীরের ঘনিষ্ঠ ব্যক্তি  ফাঁস হওয়া অডিও বার্তা বাস্তবায়ন করতে রাতের ঘুম হারাম করতে মিশে গেছে বিএনপিতে যার কারণে ছাত্র আন্দোলনের হত্যাকারীদের, ডেভিড হান্ট অপারেশন ছুতে পারছে না, চুনোপুটি ধরা পড়লেও গাজীপুরের  মহানগরের ষড়যন্ত্রকারী রাঘব বোয়ালরা ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে রাতের ঘুম হারাম করার ব্যস্ততায়।

দলের কেন্দ্রীয় নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  বিগত কয়েক দিন আগে বলেন, হাইব্রিড নেতাদের বিষয়ে  সতর্ক রয়েছেন। এর উল্টো চিত্র দেখা যাচ্ছে জেলা মহানগর বিএনপির নেতাদের।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com