​আওয়ামীলীগ নেতারাই নির্বাচিত দক্ষিণ সিটি কর্পোরেশনের, পরিবহন ও চালক নির্বাচনে

আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০১:৪০:৩৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০১:৪০:৩৬ পূর্বাহ্ন


জাহিদুল আলম 
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজিস্ট্রেশন নং ২২০১)
 গত ২২/০২/২০২৫ আহবায়ক  কমিটির পাতানো নির্বাচন  অনুষ্ঠিত হয়। সেখানে স্বৈরাচারী শাসক শেখ হাসিনার আওয়ামী লীগের নেতা সভাপতি আলমগীর হোসেন ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন নির্বাচিত হন।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে বিভিন্ন কাজের প্রকল্পে বিভিন্ন বড় পদে কর্মকর্তারা আওয়ামী লীগের হয়ে কাজ করে আসছে।বড় কর্মকর্তাদের  নেতা কর্মীদেরকেই বিভিন্ন জায়গায় নেতৃত্ব বানিয়ে  আধিপত্য বিস্তার করা অভিযোগ এসেছে। অনুসন্ধানে উঠে এসেছে ট্রান্সপোর্ট ম্যানেজার ও বাস টার্মিনাল ম্যানেজার গোলাম  মোর্শেদ পক্ষপাতে আহবায়ক   কমিটির নির্বাচনে তার ইশারায় কমিটি হয়।আওয়ামী লীগের নেতা  ট্রান্সপোর্ট ম্যানেজার গোলাম মোর্শেদ  ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন পরিবহন শ্রমিকদের  ফোন দিয়ে আলমগীর ও সালাউদ্দিনের পক্ষে কাজ করতে বলে।বিভিন্নভাবে মোবাইলে হুমকি  দিয়েছে। চাকরি বরখাস্ত, গাড়ি বদলি, ওয়েজদি ইত্যাদি ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়। গোলাম মোর্শেদ একাই দুইটা বিভাগে কাজ করে যাচ্ছেন বাস টার্মিনালে টেন্ডার না দিয়ে নিজের ইচ্ছামত খাস আদায় করে থাকেন। বিভিন্ন পরিবহনে তার নিজ স্বাক্ষরে জ্বালানি তেল দেওয়ার নিয়ম বা দায়িত্ব  থাকলেও তার হিসাব  সহকর্মী নুর আলম ও মামুন দিয়ে জ্বালানি সিলিপ ইস্যু করা হয় এই দুজনের মাধ্যমে জ্বালানির তেলের বিশাল সিন্ডিকেট তৈরি করেছে বলে অভিযোগ উঠেছে বিভিন্ন সময় দেখা যায় আহবায়ক  কমিটি নির্বাচনের সভাপতি বিগত দিনে ৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী শামীমের সাথে ছিলো এবং  সে ৪৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির  সহ-সভাপতি ছিলো ,ও সাধারণ সম্পাদক গাজী সালাউদ্দিন বিগতে দিনে সে ৩৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা ছিলেন কাউন্সিলের সম্মেলনে বক্তব্য রেখেছেন স্বনামধন্য 24 চ্যানেলে প্রকাশিত হয়েছে. বিভিন্ন সময়ে নৌকা প্রতীকের পক্ষে কাজ করেছেন, আওয়ামী লীগের 39 নম্বর ওয়ার্ডের স্থায়ী সদস্য, পরিবহন ইউনিয়নেরন সভাপতি ও  সাধারণ সম্পাদক হওয়ার  বর্তমান পরিবহন ইউনিয়নের ম্যানেজার বিগত আওয়ামী লীগের আমলে দোসর ছিল গোলাম মোর্শেদ কর্মচারীদের বিভিন্ন ভাবে চালক হেলপারদের হুমকি-ধমকি দিয়ে ভোট দেওয়ার জন্য বাধ্য করেছেন,  ম্যানেজার গোলাম মোর্শেদ  সে বিগত দিনে আওয়ামী লীগের দোষর ছিল সে এখন আবার আওয়ামী লীগের লোকদের প্রতিষ্ঠিত করতে চায়।২০২১ সালে নির্বাচিত  কমিটি অবসর নেওয়া চাকরি চলে যাওয়া ওই ভাবেই কমিটির চলে আসছিল। ছাত্র জনতা আন্দোলনের পরে  ৫ ই আগস্ট পর থেকে আহবায়ক কমিটির গঠন হয় মো: শাহিন শাহ আলম, আহ্বায়ক  মোঃ শাহ আলম তালুকদার ও সদস্য সচিব  নিয়ে। কাব্য কমিটি হওয়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি কাজ শ্রমিকদের বাস্তবায়ন করেছেন উল্লেখযোগ্য ওভার টাইম ২৫০ ঘন্টা কাজে বাস্তবায়ন হতো ফ্যাসিস্ট  সরকার মনোনীত মেয়র তাপস এসে ১৬০ ঘন্টা করেন।পুনরায় কমিটি ২৫০ ঘন্টা নিয়ে আসে। মেয়র তাপস যাদের চাকরিচুক্ত করেছে তাদেরকে চাকরি ফিরিয়ে দিয়েছে  মাস্টার রোলের কর্মচারীদের বেতন কাঠামো আগের নিয়মে নিয়ে এসেছে।এই কমিটি উন্নয়নমূলক কাজ করার কারণে আওয়ামী লীগের এজেন্ডার বাস্তবায়নে এই কমিটি ভেঙ্গে নির্বাচিত আহবায়ক  কমিটি বানিয়েছেন ট্রান্সপোর্ট ম্যানেজার  গোলাম মোর্শেদ ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com