​বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে

জুলাই গণঅভ্যুত্থান দিবসের স্মরণে বাংলাদেশ বেসবল-সফটবল খেলা অনুষ্ঠিত হয়েছে

আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০১:১৩:৪২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০১:১৩:৪২ পূর্বাহ্ন
 

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেসবল প্রদর্শনী খেলা: পুলিশ ও আনসার দলের অংশগ্রহণ

​ঢাকা, ২ আগস্ট, ২০২৫:
​জুলাই গণঅভ্যুত্থান দিবসের স্মরণে বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে একটি বিশেষ বেসবল প্রদর্শনী খেলা অনুষ্ঠিত হয়েছে। রাজারবাগ পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে বাংলাদেশ পুলিশ এবং বাংলাদেশ আনসার নারী ও পুরুষ দল অংশগ্রহণ করে। ​যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব-উল-আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিআইজি (প্রশাসন) কাজী মোঃ ফজলুল করিম এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি-র ক্রীড়া ও সংস্কৃতি পরিচালক মির্জা সিফাত-ই-খোদা। ​খেলা শুরুর আগে গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং ছাত্র-জনতার সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই প্রদর্শনী খেলাটি শুধু একটি খেলা নয়, বরং ইতিহাস ও চেতনার সঙ্গে প্রজন্মের যোগসূত্র স্থাপন করেছে। তিনি ছাত্র আন্দোলনের আত্মত্যাগকে খেলাধুলার চেতনায় প্রতিফলিত করার ওপর জোর দেন এবং এই ধরনের আয়োজনকে সমর্থন করার জন্য সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমান বলেন, এই খেলার মাধ্যমে তারা ইতিহাস ও আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। তিনি শহীদ আবু সাঈদসহ গণঅভ্যুত্থানের বীরদের প্রতি শ্রদ্ধা জানান এবং বেসবলকে জাতীয় পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। ​খেলায় পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ দল আনসার দলকে ৫-০ রানে পরাজিত করে। অন্যদিকে, নারী বিভাগে আনসার দল পুলিশ দলকে ২-১ রানে হারায়। বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি। ​অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি ডাঃ অনুপম হোসেন, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, যুগ্ম সম্পাদক ঈমাম হোসেন, কোষাধ্যক্ষ ফয়সাল হাবিব এবং অন্যান্য সদস্যবৃন্দ।

সম্পাদকীয় :

উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডাঃ মোঃ হাফিজুর রহমান
সম্পাদক : তোফাজল আহমেদ ফারুকী
ব্যাবস্থাপনা সম্পাধক : আব্দুল্লাহ রানা সোহেল
প্রকাশক : মোঃ সোহেল রানা
বার্তা সম্পাদক : মোঃ আব্দুল কাদের জিলানী
প্রধান প্রতিবেদক : হাসিবুর রহমান হাসিব 

যোগাযোগের ঠিকানা :

লাবিনা এপার্টমেন্টে # বাড়ি এ-৩, রোড # ০৮, সেক্টর #০৩,উত্তরা
উত্তরা মডেল টাউন -ঢাকা -১২৩০, বাংলাদেশ

মোবাইল :  ০১৭১৭-৬৭৬৬৬৪

ই-মেইল :  dailyvoicenews247@gmail.com